জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
সূত্র জানায়, তাকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যান বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এরপর থেকে তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা চলছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে তার রোগনির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।