নোয়াখালী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক। তার নেতৃত্ব ছাড়া এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হতো না।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নোয়াখালী-৫ আসনের অশ্বদিয়া মৌলভী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর তার অবর্তমানে দল ও দেশের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এ কারণেই তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক।
তিনি আরও বলেন, “আমাদের নেত্রী, আমাদের মা আজ আমাদের মাঝে নেই। তবে তিনি রেখে গেছেন তার আদর্শ, সংগ্রাম ও কৃতিত্ব। আমরা তার দেখানো পথ অনুসরণ করে জনকল্যাণে নিজেদের নিয়োজিত রাখবো, যাতে তিনি পরকালেও সওয়াবের অংশীদার হন।”
বিএনপি প্রার্থী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আপসহীন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার অনুসারী হিসেবে আমরাও অন্যায়ের সঙ্গে আপস করবো না। জনগণ যেন শান্তিতে ও নিরাপদে থাকতে পারে, সে লক্ষ্যেই আমরা রাজনীতি করবো।
আলোচনা সভায় অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান মো. তানসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল ফারুক, জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহিম মেম্বার, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সায়েম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।