1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা হবে উপজেলা: মাহাবুব রহমান শামীম

মো:আরিফ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফ হোসেন
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-৬ আসন (হাতিয়া) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান শামীম বলেছেন, “সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ সৃষ্টি হয়েছে, তা বিএনপির জয়ের মধ্য দিয়েই প্রতিফলিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে আমি আপনাদেরকে কথা দিতে পারি—নিঝুম দ্বীপ ও সোনাদিয়া ইউনিয়নসহ জাহাজমারা এলাকাকে একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠন করা হবে। হাতিয়ার এক ইঞ্চি মাটিও নদীর গর্ভে বিলীন হতে দেওয়া হবে না। ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে ভূমি রক্ষা করা হবে এবং ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

গতকাল রাতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত উঠান বৈঠকে নোয়াখালী জেলা যুবদলের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রিয়াজুল হাসান রাকিবের সঞ্চালনায় এবং লুৎফুল্লাহ হিল মজিদ নিশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন,
সাবেক সভাপতি আলাউদ্দিন রনি,
হাতিয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হোসেন আজাদ,
বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস,
সদস্য সচিব ফাহিম উদ্দিন,
হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান,
সদস্য সচিব সুমন তালুকদার,
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। আগামীর নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট