1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

খালেদা জিয়ার ত্যাগ দেশকে গণতন্ত্রের পথ দেখিয়েছে: নোয়াখালী-৫ বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম

হিমেল আহাম্মেদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

হিমেল আহাম্মেদ-
নোয়াখালী-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ বারবার দেশকে গণতন্ত্রের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে কবিরহাট উপজেলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় রিকশা ও অটোরিকশাশ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মহীয়সী নারী। তার আত্মত্যাগ দেশকে অনেকবার গণতন্ত্রের পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের মানুষ বেগম জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। এখনো গণ-অভ্যুত্থান পরবর্তী জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।’

তিনি আরও বলেন, ‘এলাকার একটি বৃহৎ জনগোষ্ঠী ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাশ্রমিক। তারা নিজেদের শ্রমে জীবিকা নির্বাহ করেন। আজ তারা বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়ায় শামিল হয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে এসব শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদরের দুই ইউনিয়নের নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ আসনে বিপুল ভোটে ধানের শীষকে জয়ী করব, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত দেড় হাজার রিকশা ও অটোরিকশাশ্রমিকের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণ করা হয়।

কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি।

কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সল, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির সদস্যসচিব বেলায়েত হোসেন খোকন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট