1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

তরুনদের কাছে কোন দল জনপ্রিয়তায় এগিয়ে? উঠে এলো জরিপে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের তরুণ ভোটারদের রাজনৈতিক ঝোঁক কোন দিকে—তা নিয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) নতুন জরিপে চিত্র স্পষ্ট হয়েছে। ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, তরুণদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। একই সঙ্গে জাতীয়তাবাদী কনজারভেটিভ পার্টি (এনসিপি)-র সমর্থনও দ্রুত বাড়ছে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মহাখালীর বিওয়াইএলসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দেশের আটটি বিভাগের ১৮ থেকে ৩৫ বছর বয়সী মোট ২ হাজার ৫০০ তরুণ-তরুণীর ওপর এই সমীক্ষা পরিচালিত হয়।

জরিপ অনুযায়ী—

১৯.৬% তরুণ বিএনপিকে সমর্থন করেন

১৬.৯% জামায়াতে ইসলামকে

৩.৬% এনসিপিকে

৯.৫% তরুণ পছন্দ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে

এ ছাড়া ৩০% তরুণ এখনও সিদ্ধান্তহীন এবং ১৭.৭% তাদের পছন্দের দল প্রকাশে অনিচ্ছুক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ, ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুর, গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, সিনিয়র এক্সিকিউটিভ জান্নাতুল মাওয়া ও লিড ফ্যাকাল্টি মুনিরা সুলতানা।

সমীক্ষায় আরও বলা হয়, ১০–২১ অক্টোবর দেশের আট বিভাগ, ২৭ জেলা ও ১৭৫টি নমুনা এলাকায় সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়। জরিপে অংশ নেওয়া ৮৯% তরুণ নিবন্ধিত ভোটার এবং ৯৭.২% আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী।

নির্বাচনি প্রক্রিয়া সম্পর্কে মতামত জানতে চাইলে ৪৯.৮% তরুণ বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি ৬৩.১% তরুণ মনে করেন, আগের সরকারের তুলনায় এখন সামাজিক মাধ্যমে মত প্রকাশ করা আরও নিরাপদ।

বিওয়াইএলসির এই জরিপ তরুণদের রাজনৈতিক মনোভাব ও আগামীর নির্বাচনি প্রভাব বিশ্লেষণে গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট