1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বেলালের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।
দুদকে দাখিল করা অভিযোগে এলজিইডিরই এক কর্মকর্তা উল্লেখ করেন, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বেলাল হোসেন চাকরিজীবনের শুরুতে সীমিত আয়ের হলেও পরবর্তীতে বিপুল সম্পদের মালিক হন। অভিযোগে বলা হয়, বিগত সরকারের সময় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নির্দেশে প্রায় ৪০টি উন্নয়নকাজ না করেই শতভাগ বিল উত্তোলন করা হয়। পরে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) থাকাকালীন একই রাস্তাগুলোতে পুনরায় বরাদ্দ দিয়ে কাজ সম্পন্ন করেন। এখনো সে সময়ের অনেক ব্রিজ ও কালভার্ট অসম্পন্ন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘ সময় প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে থাকার সুযোগে বেলাল হোসেন আওয়ামী লীগ–ঘনিষ্ঠ সুপারিশে প্রায় ১ হাজার ১২৫ জন ছাত্রলীগ কর্মীকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেন। এ সময় পদভেদে জনপ্রতি ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া সার্ভেয়ারদের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে উপসহকারী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব, ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বে পদায়নের অভিযোগ রয়েছে। এমনকি কার্য সহকারীকেও একইভাবে উপসহকারী প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সারাদেশে প্রায় ৪১২ জনকে এভাবে অবৈধ পদোন্নতি দিয়ে ৪০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা নিয়ে বদলি বাণিজ্যের অভিযোগও রয়েছে।
অভিযোগে বলা হয়, বেলাল হোসেনের সময়ে এলজিইডির মাঠ পর্যায়ে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে। ঘুষ, অনিয়ম ও কাজ না করেই বিল উত্তোলনের একাধিক অভিযোগ থাকলেও তিনি কোনো বিভাগীয় মামলা করেননি। পরিস্থিতির কারণে এক পর্যায়ে দুদক একযোগে তিন জেলায় অভিযান পরিচালনা করতে বাধ্য হয়।
অভিযোগ অনুযায়ী, অবৈধ আয়ের মাধ্যমে বেলাল হোসেন রাজধানীর মিরপুর-১০ এলাকায় ২ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাচলে ৫ কাঠার একটি প্লট, রংপুরের ধাপ এলাকায় ৬ কাঠা জমির ওপর দুই ইউনিটের পাঁচতলা বাড়ি, কুড়িগ্রাম ও লালমনিরহাটে প্রায় ২১০ বিঘা কৃষিজমি এবং মিরপুর-২ এলাকায় ১ হাজার ৫০০ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট ক্রয় করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার বেলাল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। লিখিত প্রশ্ন পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট