1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি-
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু (৫৪) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদক, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকায় অবস্থিত ‘জামিযা ব্রিকস’ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার খন্দকার মশিউল আজম চুন্নু ওই এলাকার খন্দকার আব্দুর রশিদের ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি হলেন শেখপাড়া এলাকার মো. রফিক শেখের ছেলে মো. হৃদয় শেখ।
যৌথবাহিনী জানায়, অভিযানে একটি রাইফেল, আটটি মোবাইল ফোন, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, দুটি চাকু, একটি ভর্তি মদের বোতল, তিনটি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।
যৌথবাহিনীর তথ্যমতে, খন্দকার মশিউল আজম চুন্নুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, বিস্ফোরক মামলা, হত্যা চেষ্টা, পুলিশের ওপর হামলা, ইটভাটা দখল ও মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এছাড়া গত বছরের ১৭ ডিসেম্বর বালিয়াকান্দি উপজেলায় পুলিশের একটি চেকপোস্টে মোটরসাইকেল জরিমানা করাকে কেন্দ্র করে তার নেতৃত্বে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে তিনি পলাতক ছিলেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, গ্রেপ্তার চুন্নুর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, গ্রেপ্তার দুইজন বর্তমানে রাজবাড়ী সদর থানায় আছেন। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসহ পরবর্তী সব আইনগত কার্যক্রম বালিয়াকান্দি থানার মাধ্যমে সম্পন্ন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট