1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

মো:আরিফ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাইজদীর প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবু নাসের, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট