নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তির নাম ফয়সাল ইবনে জুয়েল (৩৭)।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বসুরহাট বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল এলাকায় একটি বাড়িতে আটকে রেখে মারধর করা হয়।
ফয়সাল ইবনে জুয়েল চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার বাবার নাম মাস্টার আবু নাছের।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মুখোশধারী কয়েকজন বসুরহাট জিরো পয়েন্টের আরডি শপিং মলের সামনে থেকে জুয়েলকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জুয়েলের এক আত্মীয় জানান, খবর পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল এলাকার একটি বাড়ি থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
জুয়েলের ওই আত্মীয়ের দাবি, তুলে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনার কথা শুনেছি। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।