1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

ছাত্রদল নেতার বাড়ি থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রগুলো পাওয়া গেছে উপজেলা ছাত্রদলের সাবেক নেতার পৈতৃক বাড়ি থেকে। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার হওয়া বাড়িটি আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের বাবা আবুল কাশেমের মালিকানাধীন। তবে বাড়িটি বর্তমানে পরিত্যক্ত বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কালাপাহাড়িয়ার খালিয়ার চর এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. স্বপন (৪০), শামসুল হক ব্যাপারীর ছেলে আবদুল মতিন (৪৫), শুকুর আলীর ছেলে রিন্টু মিয়া (৫১), এরশাদের ছেলে মো. জাকির (৩০) এবং কানাই মিয়ার ছেলে মো. জনি (১৯)।
অভিযান শেষে বিকেলে উপজেলার খালিয়ার চর জাহানারা বেগম উচ্চবিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবম পদাতিক ডিভিশনের ৪৫ এমএলআরএস-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যোবায়ের আলম। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪০ জন সেনা সদস্য ও ১০ জন পুলিশ সদস্য অংশ নেন।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের ১০ রাউন্ড গুলি এবং পাঁচটি শটগানের গুলি। এ ছাড়া আটটি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, চায়নিজ কুড়াল, একটি ইলেকট্রিক শটগান, মাদকদ্রব্য, নগদ ১০ লাখ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট