1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ফেনীতে স্কুলে যাওয়ার পথে তিন সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | ফেনী
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ফেনীতে স্কুলে যাওয়ার পথে দুই কন্যা ও এক ছেলেসহ তানজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্বামী বেলায়েত হোসেন ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে তানজিনা আক্তার সদর উপজেলার ফরহাদনগরে বাবার বাড়ি থেকে তার তিন সন্তানকে নিয়ে ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই সংগ্রহের উদ্দেশ্যে বের হন। সকাল ১১টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
নিখোঁজ শিশুদের মধ্যে রয়েছে ছেলে মো. তাহসান হোসেন (১০), মেয়ে সাবিহা বিনতে বেলায়েত (৬) এবং ফাবিহা বিনতে বেলায়েত (২)। আত্মীয়স্বজনের বাসা ও সংশ্লিষ্ট বিদ্যালয়ে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ গৃহবধূর স্বামী বেলায়েত হোসেন সোনাগাজী উপজেলার গোবিন্দপুর (নবাবপুর ইউনিয়ন) গ্রামের ইসমাইল কেরানি চেয়ারম্যান বাড়ির আমিনুল হকের ছেলে। প্রায় ১২ বছর আগে তিনি সদর উপজেলার ফরহাদনগরের নুরুল আফছারের মেয়ে তানজিনা আক্তারকে বিয়ে করেন।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজীম জানান, নিখোঁজের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট