1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

মোংলায় ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

মোংলা প্রতিনিধি-
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় ট্রেনের নিচে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার দিগরাজ এলাকার ‘বিদ্যার বাহন’ স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা কমিউটার’ যাত্রীবাহী ট্রেনটি দিগরাজ বিদ্যার বাহন এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই নারী রেললাইনের ওপর চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার ধরন দেখে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন মরদেহটি হেফাজতে নিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট