1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রুহুল আমিন স্বপন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রায় ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, রুহুল আমিন স্বপন মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের নামে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। অবৈধ অর্থের মাধ্যমে তিনি ঢাকার উত্তরা, বনানী ও বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক বাড়ি ও জমি কিনে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
সিআইডির তথ্য অনুযায়ী, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটির নামে থাকা ৭টি দলিলভুক্ত জমির পরিমাণ ২৩১ কাঠা। এসব জমির দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা হলেও জমিসহ অন্যান্য অবকাঠামোর বর্তমান বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা।
সিআইডি জানায়, এসব সম্পদের মাধ্যমে রুহুল আমিন স্বপন জঘন্য মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং দেশে ও বিদেশে অবৈধ অর্থ পরিচালনা করে সাধারণ মানুষকে প্রতারিত করেছেন।
সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ঢাকার অনুসন্ধানী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এই সম্পত্তির ওপর ক্রোকাদেশ জারি করেন।
এ বিষয়ে সিআইডি আরও জানায়, রুহুল আমিন স্বপনের সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধেও তদন্ত চলমান রয়েছে। মানিলন্ডারিং আইনসহ সংশ্লিষ্ট আইনে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কে এই রুহুল আমিন স্বপন
ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদেশে শ্রমিক পাঠানোর নামে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯ হাজার টাকা হলেও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল গড়ে জনপ্রতি ৫ লাখ ৪৪ হাজার টাকা আদায় করত। পাশাপাশি ‘চক্র ফি’ হিসেবে কর্মীপ্রতি এক লাখ টাকা নেওয়া হতো। এসব কার্যক্রমের মাধ্যমে প্রায় ৫ হাজার কোটি টাকা এবং ভিসা বাণিজ্যের নামে আরও প্রায় ৩ হাজার ৭৫০ কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে পাচারের অঙ্ক দাঁড়ায় অন্তত ৮ হাজার ৭৫০ কোটি টাকা।
এই চক্রের মূল হোতা হিসেবে আমিনুল ইসলাম বিন আমিন নূর নামে মালয়েশিয়ার এক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের নাম উঠে এসেছে। বাংলাদেশে তার প্রতিনিধি ছিলেন মোহাম্মদ রুহুল আমিন ওরফে স্বপন।
চক্র গড়ে শ্রমিক পাঠানো, ঘুষ লেনদেন ও অর্থ পাচারের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য একাধিকবার বন্ধ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ
গত ১৯ মে মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের কর্ণধার পলাতক রুহুল আমিন স্বপনের অনুসারীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে বায়রার ১০-১২ জন সদস্য আহত হন এবং রিপোর্টার্স ইউনিটির গুরুত্বপূর্ণ কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ক্ষতিপূরণ হিসেবে ক্যাথারসিস ইন্টারন্যাশনালকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা দিতে হয়।
আয়কর ফাঁকির তথ্য
সিআইডির অনুসন্ধানে দেশে স্বপনের প্রায় ৯০ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২২-২৩ করবর্ষে তিনি আয়কর বিবরণীতে ৬২ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ১৯৩ টাকার সম্পদ দেখালেও কর দেন মাত্র ৫৩ লাখ টাকা।
সিআইডির হিসাবে, আয় ও সম্পদের তথ্য গোপন করে তিনি সরকারের প্রায় ৯ কোটি ২২ লাখ ৫৯ হাজার ৫৪৭ টাকা কর ফাঁকি দিয়েছেন। এ জন্য তার বিরুদ্ধে আরও প্রায় ৪ কোটি ২১ লাখ টাকার জরিমানার বিধান প্রযোজ্য হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট