1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে স্টার লাইন বাস ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় স্টার লাইন পরিবহনের বাসটির অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লার এলিটগঞ্জ সংলগ্ন কুটুম্বপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নোয়াখালী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
স্টার লাইন পরিবহনের কাউন্টার অফিস সূত্র জানায়, ঢাকা থেকে রাত ৮টা ২০ মিনিটে বসুরহাটগামী বাসটি কুটুম্বপুর এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর মাইক্রোবাসটি ছিটকে সড়কের বাইরে চলে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর কয়েকবার উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী নিহত হন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন। গুরুতর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল ও নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট