1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ফেনীতে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

ফেনী প্রতিনিধি |
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফেনীতে কাজী নিশান (৩১) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ যুবকের মা হাছিনা বেগম (৪৮) মঙ্গলবার থানায় হাজির হয়ে এ জিডি করেন। জিডির তথ্য অনুযায়ী, কাজী নিশান ৬ জানুয়ারি সকাল ১০টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর আলম কাজী বাড়িতে নিজ বাসা থেকে নোয়াখালীর মাইজদীর উদ্দেশ্যে বের হন। এরপর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ যুবকের বিবরণ অনুযায়ী, তার নাম কাজী নিশান, বয়স ৩১ বছর, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো জ্যাকেট। তিনি ০১৮৬৯-০১৪৩৫৪ নম্বরের একটি মোবাইল ফোন ব্যবহার করতেন।
এ ঘটনায় ফেনী মডেল থানায় জিডি নং ৮৯.২ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে পরিবারের সদস্যরা দ্রুত নিখোঁজ যুবককে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট