1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সুন্দরবনে যৌথ বাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান, ৩ দিন পর জিম্মি পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার

মো. রাজ হাওলাদার মোংলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

সুন্দরবনে ডাকাত দলের হাতে অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট মালিককে তিন দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে যৌথ বাহিনী। কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাত দলের ছয় সদস্য ও সহযোগীকে আটক করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গত ২ জানুয়ারি বিকেলে সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল এলাকায় নৌভ্রমণে বের হন পাঁচজন পর্যটক। তাদের সঙ্গে ছিলেন একজন মাঝি ও রিসোর্ট মালিক। বিকেল আনুমানিক ৩টার দিকে কুখ্যাত ডাকাত মাসুম মৃধার নেতৃত্বে একদল ডাকাত তাদের ওপর হামলা চালিয়ে সাতজনকেই জিম্মি করে।
পরবর্তীতে ডাকাতরা তিনজন পর্যটক ও মাঝিকে ছেড়ে দিলেও মুক্তিপণের দাবিতে দুই পর্যটক ও রিসোর্ট মালিককে গহীন বনে নিয়ে যায়।
ঘটনার পরপরই অপহৃতদের উদ্ধারে সুন্দরবনের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
শনিবার (৩ জানুয়ারি) গোলকানন রিসোর্ট এলাকা থেকে ডাকাত মাসুমের তিন সহযোগী—কুদ্দুস হাওলাদার, মো. সালাম বক্স ও মেহেদী হাসানকে আটক করা হয়।
রোববার (৪ জানুয়ারি) সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা থেকে আটক করা হয় আরেক সহযোগী আলম মাতব্বরকে।
এছাড়া একই দিনে খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকায় বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা সংগ্রহের সময় ডাকাত মাসুমের মা জয়নবী বিবি ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, ড্রোন সার্ভিলেন্স ব্যবহার করে রোববার সন্ধ্যা ৭টার দিকে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় ডাকাতদের অবস্থান শনাক্ত করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা অপহৃতদের ফেলে পালিয়ে গেলে সেখান থেকে দুই পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার মূল হোতা ডাকাত মাসুম মৃধাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবন ও উপকূলীয় এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড কঠোর অবস্থানে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট