1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার, একজন আটক

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ একজন চোরাচালানকারীকে আটক করেছে।
শনিবার (৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুলাঘাট বিশেষ ক্যাম্পের চেকপোস্টে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকের ভেতর থেকে ১ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. সোহাগ হোসেন (২৭)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কবির মামুদ গ্রামের বাসিন্দা এবং মো. লুৎফর রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা মোবাইল ফোনের ডিসপ্লেগুলো কুলাঘাট এলাকা দিয়ে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে অবস্থান নেয় বিজিবির একটি দল। অভিযানের সময় ডিসপ্লে বহনে ব্যবহৃত ইজিবাইকসহ সোহাগ হোসেনকে আটক করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ১ হাজার ৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৮০০ টাকা।
ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিকে উদ্ধারকৃত মালামালসহ লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট