1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

জাবির হলে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের এক নেতাকে আটক করেছে হল প্রশাসন।
রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ শিক্ষার্থী এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।
জানা গেছে, মো. ফজলে আজওয়াদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্ধিত কমিটির ২ নম্বর সদস্য। এছাড়া তিনি গত ১১ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
হল প্রশাসন সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হল প্রশাসন ও হল সংসদের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় কক্ষটি তল্লাশি চালিয়ে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ মোট ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে প্রাথমিকভাবে জব্দের সংখ্যা ২১ বোতল বলে জানানো হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী জানান, তিনি মদগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজ গ্রামের এলাকা জামালপুর থেকে নিয়ে এসেছেন। পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের উদ্দেশ্যে মদগুলো জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল।
এ বিষয়ে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি মদ জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট