ডেস্ক রিপোর্ট | ফ্যাক্ট চেক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে যে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় নাকি বলেছেন—
“আমার আম্মার ফাঁসি কার্যকর হলে তার জানাজায় বিশ্ব রেকর্ড হবে।”
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনা বা তার পুত্র সজীব ওয়াজেদ জয় এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার (ব্যঙ্গাত্মক) ফেসবুক পেজের পোস্ট থেকে এ দাবির উৎপত্তি হয়েছে, যা পরে সত্য খবর দাবি করে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হয়।
অনুসন্ধানে যা জানা গেছে
আলোচিত দাবিসহ যেসব পোস্ট সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়—
দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা তথ্যপ্রমাণ উল্লেখ নেই
প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালালেও কোনো মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি
পরবর্তীতে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ‘C16 Archive’ নামটি সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, এটি একটি ফেসবুক পেজ, যেখানে ৩০ ডিসেম্বর এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি প্রকাশ করা হয়।
স্যাটায়ার পেজ থেকেই গুজবের সূত্র
‘C16 Archive’ ফেসবুক পেজটির About (অ্যাবাউট) সেকশন পর্যালোচনা করে দেখা যায়, এটি একটি স্যাটায়ার/প্যারোডি পেজ। পেজটির অন্যান্য পোস্টেও একই ধরনের ব্যঙ্গাত্মক ও ভিত্তিহীন কনটেন্ট পাওয়া গেছে।
অর্থাৎ, আলোচিত মন্তব্যটি বাস্তব কোনো বক্তব্য নয়, বরং ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে তৈরি একটি ভুয়া পোস্ট, যা পরে ভুলভাবে সত্য দাবি করে প্রচার করা হয়েছে।
প্রাসঙ্গিক প্রেক্ষাপট
উল্লেখ্য,
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।
পরবর্তীতে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গত ১৭ নভেম্বর রায় ঘোষণা করা হয়। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।
উপসংহার
সজীব ওয়াজেদ জয় ‘আমার আম্মার ফাঁসি কার্যকর হলে তার জানাজায় বিশ্ব রেকর্ড হবে’—এমন কোনো মন্তব্য করেছেন বলে যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এটি একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট, যা ভুলভাবে সত্য তথ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।