1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

পুলিশের এসপি শামীমার শত কোটি টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর বিশেষ পুলিশ সুপার (এসপি) শামীমা ইয়াসমিন ও তার স্বামী ভ্যাট কমিশনার আবু ফয়সাল মো. মুরাদের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পতিত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে দু’জনে মিলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও সম্পদ গড়েছেন, যার একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে।
দুদক সূত্র জানায়, সম্প্রতি এই দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে এবং বিষয়টি অনুসন্ধানের প্রক্রিয়ায় রয়েছে।
ঢাকায় একাধিক ফ্ল্যাট ও গুলশানে প্লট
অনুসন্ধানে জানা গেছে, এসপি শামীমা ইয়াসমিন রাজধানীর সিদ্ধেশ্বরী, নিউ ইস্কাটন, গুলশানসহ বিভিন্ন এলাকায় অন্তত ১৫টির বেশি ফ্ল্যাটের মালিক—নিজ নামে ও বেনামে।
সিদ্ধেশ্বরীর কনকর্ড ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টে তার মালিকানাধীন রয়েছে চারটি ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।
এ ছাড়া নিউ ইস্কাটনের শান্তিকুঞ্জ আবাসিক এলাকায় ‘কসবা লিলি অ্যাপার্টমেন্ট’-এ তিনটি ফ্ল্যাট এবং একই এলাকায় ‘আরবান সেন্টার পয়েন্ট’-এ একটি ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে, যেগুলোর বাজারমূল্য প্রায় ৯–১০ কোটি টাকা।
সূত্রগুলো আরও দাবি করছে, গুলশানে শামীমা ইয়াসমিনের ১০ কাঠার একটি প্লট রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৫০ কোটি টাকারও বেশি। পাশাপাশি ওই এলাকায় তার আরও দুটি ফ্ল্যাট থাকার কথাও উঠে এসেছে, যদিও এসব তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সোনারগাঁওয়ে ৫২ বিঘা জমি
অভিযোগ অনুযায়ী, নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘর সংলগ্ন এলাকায় শামীমা ইয়াসমিন নিজের নামে ও বেনামে ৫২ বিঘা জমি কিনেছেন। সংশ্লিষ্টদের দাবি, এসব জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৪৮ কোটি টাকা।
ফ্ল্যাট দখল, নকশা বহির্ভূত নির্মাণ ও হুমকির অভিযোগ
কনকর্ড ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির অভিযোগ, এসপি শামীমা দীর্ঘদিন ধরে ভবনের কমন স্পেস, পার্কিং, ভয়েড ও সিঁড়িঘর দখল করে রেখেছেন। রাজউক অনুমোদিত নকশা অমান্য করে দেয়াল ভাঙা ও অবৈধ সম্প্রসারণ কাজ চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
সমিতির সভাপতি মো. মিজানুর রহমান জানান, ২০১৭ সালে ফ্ল্যাট কেনার পর থেকে শামীমা এখন পর্যন্ত কোনো সার্ভিস চার্জ পরিশোধ করেননি, ফলে প্রায় ১৭ লাখ টাকা বকেয়া রয়েছে। প্রতিবাদ করায় একাধিক ফ্ল্যাট মালিক হুমকি ও হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ করা হয়।
আত্মীয়দের নামে সম্পদ
নথি পর্যালোচনায় দেখা যায়, কনকর্ড ম্যাগনোলিয়ার ফ্ল্যাটগুলো শামীমা ইয়াসমিন নিজের নাম ছাড়াও ভাই ও বোনসহ কয়েকজন আত্মীয়ের নামে কিনেছেন। যদিও সংশ্লিষ্ট আত্মীয়দের আয়ের উৎস দিয়ে এসব ফ্ল্যাট কেনা সম্ভব নয় বলে দাবি করেছেন অনুসন্ধানকারীরা।
গাড়ি ও জীবনযাপন
সরেজমিনে দেখা গেছে, ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টের পার্কিংয়ে শামীমার ব্যবহৃত দুটি বিলাসবহুল গাড়ি রয়েছে। যদিও তিনি দাবি করেছেন, তার নিজের নামে কোনো গাড়ি নেই।
শামীমার বক্তব্য
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসপি শামীমা ইয়াসমিন বলেন,
“আমার নামে এসব সম্পদ আছে অথচ আমি নিজেই জানি না। আপনারা যেহেতু জেনেছেন, লিখে দেন।”
আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্য
পুলিশ সূত্র জানায়, একজন এসপি পদমর্যাদার কর্মকর্তার মাসিক বেতন-ভাতা গড়ে ৯০ হাজার থেকে ১ লাখ টাকা। সেই তুলনায় এসপি শামীমা ইয়াসমিনের বিপুল সম্পদ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ছাড়া এত সম্পদের মালিক হওয়া সম্ভব নয়।
দুদক সূত্র জানিয়েছে, অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট