নিজস্ব প্রতিবেদক:
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড গৌরাঙ্গ বর্মণ নামে এক পলিসি হোল্ডারের নমিনীর কাছে মরনোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেছে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকালে কোম্পানির প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
চেকটি হস্তান্তর করেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
চেক গ্রহণ করেন প্রয়াত পলিসি হোল্ডার গৌরাঙ্গ বর্মণের ছেলে আশিক বর্মণ। এ সময় তার মা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোস্তাফা জামান হামিদী, ঢাকা সাউথ ডিভিশন ইনচার্জ মো. মোজাম্মেল হক শাহীন, ওভারসিজ ইনচার্জ রোকেয়া বেগম ও মতিঝিল জোন ইনচার্জ শফিকুর রহমান।
মরনোত্তর দাবির অর্থ প্রদান করে গ্রাহকসেবায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।