1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

চাঁদা না পেয়ে ‘ইয়াবা দিয়ে ফাঁসানোর’ অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

চাঁদা না পেয়ে ‘ইয়াবা দিয়ে ফাঁসানোর’ অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে ‘ইয়াবা দিয়ে ফাঁসানোর’ অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা মোছা. সাবিনা মামলাটি করেন। আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার আসামিরা হলেন—চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বন্দর অঞ্চলের এসআই মো. মহসিন ও এসআই মো. আজাদ।

বাদীর আইনজীবী মো. আফজাল হোসাইন জানান, ২২ জুলাই বিকেলে বাদীর খালাত ভাই মো. জাকিরকে নগরীর কদমতলি মোড় থেকে ধরে মনসুরাবাদে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছ থেকে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে জাকিরকে মারধর করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, খবর পেয়ে সেদিন রাতে সাবিনা কার্যালয়ে গেলে আসামি দুই পুলিশ সদস্য জানান—জাকিরকে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ১ লাখ টাকা দিলে ৪০০ ইয়াবা দেখিয়ে আদালতে পাঠানো হবে, আর ২ লাখ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। পরদিন সাবিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে ৪০০ ইয়াবা উদ্ধারের অভিযোগে ডবলমুরিং থানায় মামলা দিয়ে ২৩ জুলাই জাকিরকে আদালতে পাঠানো হয়।

যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই দুই পুলিশ সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, “আদালতে মামলা হয়েছে। আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট