1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

গলায় ফাঁস দিয়ে দিপুমনির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

গলায় ফাঁস দিয়ে দিপুমনির আত্মহত্য

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালের মুলাদী উপজেলায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আফরিন আক্তার দিপুমনি (২২) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে আটটার দিকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেন দিপুমনি।

পুলিশ জানায়, খবর পেয়ে সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিহত দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং আবু ধছত্তার সরদারের স্ত্রী। প্রায় সাড়ে তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুস ছত্তারের সঙ্গে তার বিয়ে হয়। তিনি সম্প্রতি নানা বোরহান খন্দকারের বাড়িতে বেড়াতে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ভিডিও কলে স্বামীর সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে দিপুমনি সকলের অজান্তে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত থানায় খবর দেন।

নিহতের খালা খাদিজা আক্তার লায়লা বলেন, “দিপুমনির বাবা দ্বিতীয় বিয়ে করে হিজলায় বসবাস করছেন এবং মা ঢাকায়। পরিবারের বিচ্ছিন্নতার কারণে সে বেশিরভাগ সময় নানা বাড়িতেই থাকত। কয়েকদিন ধরেই তাকে বিষণ্ন মনে হচ্ছিল।”

স্থানীয়রা বলছেন, সামাজিকভাবে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, যা উদ্বেগজনক। সময় এসেছে পারিবারিক বন্ধন ও মানসিক স্বাস্থ্যের দিকে আরও গুরুত্ব দেওয়ার।

📌 বি.দ্র.: আত্মহত্যা একটি সংবেদনশীল বিষয়। কারও মাঝে এ ধরনের ভাবনা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসক বা মানসিক স্বাস্থ্যসেবায় যোগাযোগ করা উচিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট