পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে আরও গ্রেপ্তার ১,৫৯৩ জন
স্টাফ রিপোর্টার
📅 ৪ আগস্ট ২০২৫, সোমবার
সারাদেশে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে মোট ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৮৮ জন অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন। তিনি জানান, দেশের প্রতিটি থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি হাসুয়াও জব্দ করা হয়েছে।
এদিকে, রাজধানীতে ডিবি পুলিশের আলাদা অভিযানে সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে শনিবারও নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
👉 আরও খবর জানতে চোখ রাখুন