1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

সুপ্রিম কোর্টে অস্ত্রসহ প্রবেশ, বিএনপি নেতাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

📰 শিরোনাম:
সুপ্রিম কোর্টে অস্ত্রসহ প্রবেশ, বিএনপি নেতাসহ দুইজন আটক

🗞️ উপশিরোনাম:
লাইসেন্স থাকলেও সুপ্রিম কোর্ট এলাকায় অস্ত্র বহনে নিষেধাজ্ঞা—একজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বিএনপি নেতা থানায় হস্তান্তর

📍ঢাকা | ৩ আগস্ট ২০২৫
সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় বিএনপির বরিশাল মহানগরের সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার ও এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। দু’জনের কাছেই নবায়নকৃত বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল, তবে কোর্ট এলাকায় অস্ত্র বহনের বিষয়ে তারা ছিলেন অনভিজ্ঞ বলে জানায় পুলিশ।

রোববার (৩ আগস্ট) পৃথক সময়ে তাদের আটক করা হয়।
আটক অপর ব্যক্তি হলেন মোল্লা মোসলেহ এলাহী (৫৭), তিনি রাজধানীর সূত্রাপুরের রুপচান লেন এলাকার একজন প্রেস ব্যবসায়ী। সকালে তাকে আটক করা হলেও ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

অন্যদিকে, দুপুরে আটক বিএনপি নেতা জিয়াউদ্দিন শিকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সূত্র জানায়, ছাত্রদলের একটি সমাবেশে অংশ নিতে জিয়াউদ্দিন ঢাকায় আসেন এবং সুপ্রিম কোর্টের এক বেঞ্চ অফিসারের সঙ্গে সাক্ষাতের জন্য কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেন। একই সময় মোল্লা মোসলেহ এলাহী তার এক আত্মীয়ের জামিন সংক্রান্ত বিষয়ে কোর্টে যান।

পুলিশ বলছে, আটক দুইজনই স্বীকার করেছেন যে তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ কিংবা অবৈধ—কোনো অস্ত্রই বহন করা যাবে না।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট