1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিবপুরে টেস্টি ফুড লিমিটেডে হামলা ও ভাংচুর, অভিযোগ দায়ের

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় অবস্থিত “টেস্টি ফুড লিমিটেড” ফ্যাক্টরিতে হামলা, ভাংচুর ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন খান।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই (২০২৫) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ১ নম্বর বিবাদী মজিবুর রহমানের নেতৃত্বে ২০-২২ জন অজ্ঞাত সহযোগীসহ একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে টেস্টি ফুড লিমিটেড কারখানায় হামলা চালায়। অভিযুক্তরা কারখানার প্রায় ১৩০ ফুট বাউন্ডারি ওয়াল ভেঙে কোম্পানির অভ্যন্তরে অনধিকার প্রবেশ করে। এরপর তারা কারখানায় রক্ষিত পুরাতন ৪টি কাঁঠাল গাছ, ৩টি আমগাছসহ বিভিন্ন প্রজাতির মোট ৩৫টি গাছ কেটে নিয়ে যায়। অভিযোগে গাছগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা উল্লেখ করা হয়।

এছাড়াও হামলাকারীরা ফ্যাক্টরির বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের তার কেটে দেয় এবং ৪টি সিসি ক্যামেরা ভেঙে ফেলে, যার ক্ষয়ক্ষতি আনুমানিক ১২.৫ লাখ টাকায় দাঁড়িয়েছে বলে দাবি করা হয়।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, অভিযুক্তদের পূর্ব থেকেই কোম্পানির সাথে শত্রুতা চলছিল এবং এর আগেও তারা বাউন্ডারি ওয়াল ও গাছ কেটে ক্ষতি করেছে। সে ঘটনায় আদালতে একটি মামলা (সিআর মামলা নং- ৯৮৩/২৪) চলমান রয়েছে।

ঘটনার সময় বাধা দিতে গেলে হামলাকারীরা কর্তৃপক্ষকে গালমন্দ করে ও প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। বর্তমানে কোম্পানির কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর মডেল থানা কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট