1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

ভুল ট্রেনে উঠে গণধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ভুল ট্রেনে উঠে গণধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ভুল ট্রেনে উঠে এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ ও টাঙ্গাইল সদর থানা পুলিশ। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুলাই) রাতে ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন এক যুবতী। তবে ভুলবশত তিনি উত্তরবঙ্গগামী একটি ট্রেনে উঠে পড়েন। বিষয়টি বুঝতে পেরে রাত সাড়ে ১২টার দিকে তিনি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নেমে যান এবং জিআরপি পুলিশকে ভুল ট্রেনে ওঠার কথা জানান।

জিআরপি পুলিশ স্থানীয় দুলাল চন্দ্র নামের এক সিএনজি চালককে তাকে সাহায্য করার দায়িত্ব দেন। কিন্তু সেই সুযোগে দুলাল যুবতীকে ফুসলিয়ে স্টেশনের পেছনের কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর সে ভিকটিমকে রুপু মিয়ার বাড়িতে নিয়ে যায়, যেখানে রুপু ও সজিব নামে আরও দুই ব্যক্তি মিলে পুনরায় ধর্ষণ করে। পরে ভোররাতে ওই নারীকে স্টেশনে ফেলে রেখে যায় তারা।

পরদিন দুপুরে ভিকটিম টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযানে নেমে অভিযুক্তদের—দুলাল চন্দ্র (২৮), সজিব খান (১৯), ও রুপু মিয়া (২৭)—গ্রেপ্তার করে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, “ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা দ্রুত বিচার দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট