1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

এবার রাজধানীতে জামায়াত নেতা খুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক-

রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন জামায়াত নেতা ও হোমিও চিকিৎসক আনোয়ারুল্লাহ। হত্যাকাণ্ডের পর তার বাসা থেকে আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইজন ব্যক্তি প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করেন। জানালার গ্রিল কাটা অংশটিই ছিল তাদের মূল প্রবেশপথ। প্রায় দুই ঘণ্টার বেশি সময় তারা বাসার ভেতরে অবস্থান করার পর বের হয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, দুর্বৃত্তরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে তাকে হত্যা করে। এরপর তারা বাসায় থাকা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের ভাতিজা জানান, হত্যার সময় দুর্বৃত্তরা আনোয়ারুল্লাহকে কালেমা পড়তে বলেন। তখন তিনি বলেন, ‘আমি কালেমা জানি, আমি নিজেই পড়তে পারব।’ এরপর তাকে সামান্য পানি খেতে দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত করেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে দাবি করেন তিনি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি চুরি না পরিকল্পিত হত্যাকাণ্ড—তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএমপির ডিবি (মিডিয়া) বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, নিহত আনোয়ারুল্লাহ হোমিও চিকিৎসার পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এ ঘটনায় তার রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট