1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

বাংলাদেশি শনাক্তে এআই টুল চালু করছে ভারত

ডেস্ক রিপোর্ট | নয়াদিল্লি
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

ভারত থেকে অবৈধ অভিবাসী সরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে মহারাষ্ট্র সরকার। বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের নির্ভুলভাবে শনাক্ত করতে একটি আধুনিক এআই টুল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
সম্প্রতি এনডিটিভির ‘পাওয়ার প্লে’ অনুষ্ঠানে তিনি জানান, মুম্বাই থেকে ইতোমধ্যে বিপুলসংখ্যক অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে। এই প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফড়নবিস বলেন, আইআইটি বোম্বের কারিগরি সহযোগিতায় এআই টুলটি তৈরি করা হচ্ছে। বর্তমানে এটি প্রায় ৬০ শতাংশ নির্ভুলভাবে কাজ করছে। তবে আগামী চার মাসের মধ্যে এর সক্ষমতা ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
তার দাবি, অনেক অবৈধ অভিবাসী প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে জাল নথিপত্র সংগ্রহ করে। পরে তারা মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করছে। এই নির্দিষ্ট কর্মপদ্ধতিকে মাথায় রেখেই নতুন প্রযুক্তিটি তৈরি করা হচ্ছে।
বিদ্বেষ ছড়ানোর অভিযোগ নাকচ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, মুম্বাইয়ে বসবাসরত বৈধ অ-মারাঠি ভাষাভাষীরা সম্পূর্ণ নিরাপদ। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে সমাজের পিছিয়ে পড়া মানুষদের বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।
এনডিএ সরকারের লক্ষ্য হিসেবে ফড়নবিস জানান, মুম্বাইকে একটি টেকসই ও প্রাণবন্ত মহানগরীতে রূপান্তর করা। অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
মুম্বাইয়ের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামাল দিতে গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। একাধিক নতুন প্রকল্পের মাধ্যমে শহরের যাতায়াত ব্যবস্থা সহজ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
অবকাঠামোগত এই পরিবর্তনের মধ্য দিয়ে মুম্বাইকে বিশ্বমানের বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দেবেন্দ্র

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট