1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সীমান্তঘেঁষে সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ করল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই নির্মাণকাজ বন্ধ করে দেয়।
ঘটনাটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত এলাকায় ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর কাছাকাছি এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে নতুন করে পাকা সড়ক নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। নির্মাণকাজটি রাতের আঁধারে বিএসএফের পাহারায় চলছিল।
বিষয়টি নজরে আসার পর বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা টহল জোরদার করেন এবং ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ ধীরে ধীরে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে শুরু করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর নিকটে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-দিনহাটা সংযোগকারী একটি প্রধান সড়ক রয়েছে। ওই সড়কটি বাংলাদেশ সীমান্ত থেকে কোথাও ৫০ থেকে ৭০ গজ এবং কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরে অবস্থিত। সড়কের পূর্ব পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ চলছিল।
বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বলেন, “বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিজিবির টহল টিম সীমান্ত এলাকায় অবস্থান করছে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে বিএসএফ নির্মাণ সামগ্রী সরিয়ে নিচ্ছে।”
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় জানান, বিএসএফ সড়ক নির্মাণের জন্য মাটি ভরাট করছিল। খবর পেয়ে বিজিবি দ্রুত গিয়ে কাজে বাধা দেয়। গত বুধবার সন্ধ্যায় এ বিষয়ে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করা হয়েছে।
তিনি আরও বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। এছাড়া সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট