1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সহজ হলো ভিসা পদ্ধতি, ৯০ হাজার কর্মী নেবে ইউরোপর দেশ রোমানিয়া

মোঃ আরিফ হোসেন
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

পূর্ব ইউরোপের শ্রমবাজারে কাজ করতে আগ্রহীদের জন্য আশাব্যঞ্জক খবর দিয়েছে রোমানিয়া। ২০২৬ সালের জন্য দেশটির সরকার ৯০ হাজার বিদেশি দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের কোটা অনুমোদন করেছে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়াও আগের তুলনায় সহজ করা হয়েছে, যা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

রোমানিয়া সরকারের তথ্য ও জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিভিন্ন খাতে তীব্র জনবল সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অনেক শূন্যপদ স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হয়নি। পাশাপাশি তৃতীয় দেশের নাগরিকদের জন্য কাজের অনুমতির চাহিদা বেড়ে যাওয়ায় সরকার এই বড় পরিসরের কোটা অনুমোদন দিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, কুরিয়ার খাতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন—২৬ হাজার ২৭৫ জন। এ ছাড়া পণ্য পরিবহন ও হ্যান্ডলিং খাতে ২০ হাজার ৯১২ জন, ভবন ভাঙা, গাঁথুনি, টাইলস ও পারকেট সংক্রান্ত অদক্ষ শ্রমিক ২০ হাজার ৪৮৪ জন এবং নির্মাণ খাতে ১৭ হাজার ৭৯৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বাণিজ্যিক খাতে ১৬ হাজার ২৪৬ জন, কার ও ভ্যানচালক ১২ হাজার ২৩৭ জন এবং রাঁধুনির সহকারী হিসেবে ১২ হাজার ৭৭ জন কর্মীর চাহিদা রয়েছে।

এ ছাড়া সড়কপথে পণ্যবাহী যানচালক ১১ হাজার ১৩৫ জন, নির্মাণকাজে ভাঙা ও কাটার কাজে অদক্ষ শ্রমিক ১০ হাজার ৮৭৮ জন এবং নিরাপত্তাকর্মী হিসেবে ১০ হাজার ৪৩৮ জন কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। রোমানিয়া সরকার বলেছে, বিদেশি কর্মী নিয়োগের কোটা প্রতি বছর বা প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হয়। শ্রম, পরিবার, যুব ও সামাজিক সংহতি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোমানিয়ার ইমিগ্রেশন বিষয়ক সাধারণ পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি কর্মীদের জন্য ৮৩ হাজার ৯১৪টি কর্মসংস্থান বা পোস্টিং পারমিট ইস্যু করা হয়েছে। একই সময়ে আরও ৭ হাজার ৪১৮টি আবেদন প্রক্রিয়াধীন ছিল। তুলনায় ২০২৪ সালে মোট ১ লাখ ৫ হাজার ৯৭৭টি কর্মসংস্থান ও পোস্টিং পারমিট দেওয়া হয়েছিল।

একই সময়ের মধ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে ৬১ হাজার ৯৫৪টি অস্থায়ী বসবাসের অনুমতি এবং পোস্টিংয়ের জন্য ১৫৬টি বসবাসের অনুমতি দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রোমানিয়ায় কাজের উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের জন্য ৪২ হাজার ৫৪৪টি ভিসা ইস্যু করা হয়েছে। তবে এ সময় ৯ হাজার ৮৫১টি দীর্ঘমেয়াদি কর্মভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়। পাশাপাশি ২৭২টি ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়েছে এবং আরও ৪ হাজার ৬৪৮টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সব মিলিয়ে, সহজতর ভিসা পদ্ধতি ও বড় পরিসরের নিয়োগ কোটা বাংলাদেশের কর্মীদের জন্য রোমানিয়ার শ্রমবাজারে নতুন করে সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট