ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক হয়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল বুধবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে তাকে আটক করে।
দুদক যশোরের উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদক সূত্র জানায়, দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে একটি ফাঁদ পাতা হয়।
অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর জন্য আশরাফুল আলম গত তিন মাস ধরে তাকে নানা অজুহাতে ঘুরাতে থাকেন। একপর্যায়ে প্রথম দফায় ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর আবারও টাকা দাবি করা হয়।
টাকা না দিলে পেনশনের অর্থ ছাড় হবে না বলে তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া খুলনা বিভাগীয় এক কর্মকর্তার সঙ্গে যোগসাজশে তার স্ত্রীর বেতন কাঠামো কমিয়ে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর কথা বলে আশরাফুল আলমের হাতে আরও ১ লাখ ২০ হাজার টাকা তুলে দিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী দুদক সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, আটক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।