1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সীমান্তে মাদক চোরাচালানে নারীদের সম্পৃক্ততা, গাঁজাসহ দুই নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ ঝাউরানী সীমান্ত এলাকা থেকে ভারতীয় গাঁজাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ পাঁচ কেজি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন দক্ষিণ ঝাউরানী এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত এলাকা দিয়ে সন্দেহজনকভাবে দুজন নারী প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের গতিরোধ করে।
পরবর্তীতে নারী বিজিবি সদস্যদের মাধ্যমে তল্লাশি চালিয়ে তাদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাঁচ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
আটক নারীরা হলেন রোমিছা বেগম (৪০) ও আছিয়া বেগম (৬০)। তারা দুজনই লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৭৫০ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিবান্ধা থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ তাদের হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, মাদক চোরাকারবারীরা নিরাপদ বাহক হিসেবে নারীদের ব্যবহার করছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট