মো. রাজ হাওলাদার-
মোংলা প্রতিনিধি-
সুন্দরবনে বন্যপ্রাণী নিধন রোধে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। খুলনার দাকোপ থানাধীন নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খাল এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২১ কেজি হরিণের মাংস ও শিকারের বিভিন্ন সরঞ্জামসহ দুই পেশাদার শিকারিকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানের বিস্তারিত
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের মুচির দোয়ানী খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি নৌকা তল্লাশি করে উদ্ধার করা হয়—
হরিণের মাংস: ২১.৫ কেজি
হরিণের দেহাংশ: ১টি মাথা ও ৪টি পা
শিকারের ফাঁদ: প্রায় ৬০০ মিটার লম্বা সুতার ফাঁদ
এ সময় ঘটনাস্থল থেকে দুই শিকারিকে আটক করা হয়।
আটককৃতরা খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।
তারা হলেন—
মোঃ আবু মুসা, পিতা: আজিবর মোল্লা
মোঃ ইমরান হোসেন, পিতা: জিয়ারুল ইসলাম
পরবর্তী আইনি ব্যবস্থা
জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা ও শিকারের সরঞ্জামসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনের বাস্তুসংস্থান রক্ষা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।