1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

স্পা সেন্টারের নামে অবৈধ ও অনৈতিক কার্যক্রম:

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ঢাকা:

রাজধানী ঢাকায় হাজারো স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ ও অনৈতিক কার্যক্রম, যেখানে মদ, সিসা, এবং অন্যান্য অনৈতিক সেবার আয়োজন করা হচ্ছে। এছাড়া, এসব স্পা সেন্টারে গোপন ক্যামেরার মাধ্যমে একান্ত সঙ্গের আপত্তিকর ভিডিও রেকর্ড করা হচ্ছে, যা গ্রাহকদের মাঝে আতঙ্ক ও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্পা সেন্টারগুলোর সিসিটিভি এবং নিরাপত্তা প্রহরী থাকলেও এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।
ঢাকা শহরের শতাধিক স্পা সেন্টারের মধ্যে বেশ কিছু সেন্টারে চলছে অনৈতিক কাজ, যেমন—উত্তরা, গুলশান, বনানী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার স্পাগুলোতে এমন কার্যক্রম চলছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব স্পা সেন্টারগুলোতে উঠতি বয়সি কিশোরী ও তরুণীদের উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে আনা হয়, পরে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করা হয়।
সাম্প্রতিক সময়ে, সিআইডি ও থানা পুলিশ বিভিন্ন স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ৫১ জন, ৫৪ জন এবং ১২ ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে। ১০ ডিসেম্বর বনানীতে এক স্পা সেন্টারে অভিযান চালিয়ে পুলিশ ৬ সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে, যেখানে সাত কিশোরীসহ ১২ নারী উদ্ধার করা হয়।
এছাড়া, স্পা সেন্টারে অনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য হোয়াটসআপের মাধ্যমে বুকিং নেওয়া হয় এবং বুকিংয়ের পর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালে অগ্রিম টাকা পরিশোধ করে পরিষেবা নিতে হয়। এসব স্পা সেন্টারে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এগুলোর আড়ালে অপকর্ম চালানো হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, “স্পার নামে অবৈধ কার্যক্রমের তথ্য পেলেই পুলিশ অভিযানে নামে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং আমরা সজাগ রয়েছি।”
স্পা সেন্টারে অবৈধ কার্যক্রম বন্ধে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব বলেন, “কোনো নারীকে ভয়ভীতি দেখিয়ে বা আটকে রেখে অনৈতিক কাজ করানো হচ্ছে কি না, সে বিষয়ে সিআইডির মানব পাচার প্রতিরোধ টিম সবসময় তৎপর রয়েছে।”
এছাড়া, গুলশান বিভাগের ডিসি রওনক আলমও জানান, স্পা সেন্টারে অনৈতিক কার্যক্রম বন্ধ করতে তাদের নজরদারি অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট