1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

মিরপুরে বিএনপি ও আ.লীগ নেতাকর্মীদের হাতে এনসিপি নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

রাজধানীর মিরপুরে গতকাল (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকর্মীর ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এই হামলা চালানো হয়। হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়।
হামলার সময় এনসিপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে একত্রে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে। হামলায় স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে বিএনপি-আওয়ামী লীগের কিছু সাবেক কর্মীও জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন আহতরা।
হামলার পর রাতেই এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তিনি অভিযোগ করেন যে, বিএনপি নেতা হারুন ও কামাল এই হামলার মূল চক্রী। আদিব দ্রুত বিচারের দাবি জানান।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট