1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

আ.লীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও বিএনপি নেতাকর্মীদের,

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক-
খুলনা-

খুলনায় গ্রেফতারকৃত এক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ডুমুরিয়া থানায় অবস্থান নেন বিএনপির শতাধিক নেতাকর্মী। তবে শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডুমুরিয়া থানায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার নাম সুকৃতি মণ্ডল। তিনি ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সুকৃতি মণ্ডল গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সকাল থেকেই উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ডুমুরিয়া থানার আশপাশে জড়ো হতে থাকেন। তারা থানা ঘেরাও করে সুকৃতি মণ্ডলকে ছাড়ানোর চেষ্টা করেন, এতে কিছু সময়ের জন্য থানার এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

মাগুরখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরখালী গ্রামে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় মঙ্গলবার রাতে সুকৃতি মণ্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ছেড়ে দেওয়ার জন্য ডুমুরিয়ার একাধিক বিএনপি নেতার ফোন আসে বলেও তিনি জানান।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সুকৃতি মণ্ডল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কাজ করে আসছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে তিনি বিএনপির পক্ষেই সক্রিয় ছিলেন। তবে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততা পুরোপুরি শেষ হয়নি বলে ধারণা করা হচ্ছে।”

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সুকৃতি মণ্ডলকে ছাড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে তদবির করা হয়েছে। তবে আইন অনুযায়ী তাকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট