সাভার প্রতিনিধি :
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা অংশে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরমুখী সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বাসটি সাভার থেকে আউকপাড়া এলাকায় অবস্থিত ‘টেন সু’ নামক একটি জুতার কারখানায় শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। তবে ঘটনার সময় বাসটির মালিক বা চালক কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে ফোনে বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট পাঠানো হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী, সাভার হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের সদস্যরা। তারা আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছেন।