🖊️ হিমেল আহাম্মেদ | নোয়াখালী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের আংশিক এলাকা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র মনোনয়ন পেয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।
গত সোমবার (৩ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নিশ্চিত হয়। এদিন বিএনপি সারাদেশে মোট ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে।
মনোনয়ন পাওয়ার পর ফখরুল ইসলাম বলেন,
“আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি নোয়াখালী-৫ আসনের জনগণ ও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবো ইনশআল্লাহ।”
তিনি আরও বলেন,
“আমার এলাকার জনগণের পক্ষ থেকে চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা দলের হয়ে নিবেদিতভাবে কাজ করছেপন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
নোয়াখালী-৫ আসনে ফখরুল ইসলামের প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসাহ দেখা গেছে।