নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের বিরুদ্ধে ঢাকায় ট্রাভেলস ব্যবসার আড়ালে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা নুর আরসোয়ালা (মজনু) রাঙ্গুনিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী নুর আরসোয়ালা (৩২) ঢাকার পল্টনে অবস্থিত “ওয়ার্ল্ড ওয়াইড ড্রিম ট্রাভেলস অ্যান্ড কনসালটেন্সি” প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। একই প্রতিষ্ঠানে আশরাফুল হক (৩৬) ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন।
ইউরোপের ভিসা প্রসেসিংয়ের কাজে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি বাদী আশরাফুল হকের কাছে মোট ৪৫ লাখ টাকা হস্তান্তর করেন। কিন্তু পরবর্তীতে বিবাদী ব্যবসায়িক দায়িত্ব পালন না করে নিজ বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের খিলমোগল এলাকায় চলে যান এবং বাদীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
বাদী নুর-আরসোয়ালা(মজনু) জানান,
“দীর্ঘদিন যোগাযোগ না পেয়ে আমি ৫ সেপ্টেম্বর সকালে আমার সহকর্মীদের নিয়ে বিবাদীর বাড়িতে গিয়ে টাকার বিষয়ে জানতে চাইলে তিনি টাকা ফেরত না দিয়ে আমাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন।”
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আশরাফুল হক যৌথ ব্যবসার নামে টাকা নিয়ে প্রতারণা ও আত্মসাতের চেষ্টা করেছেন।
এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”