1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ থেকে চাল ও সেলাই মেশিন চুরির অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইউনিয়ন পরিষদ ভবনের গুদাম থেকে চাল ও সেলাই মেশিন চুরির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. জাহিদ মন্ডল (২২) ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি।

ঘটনাটি ঘটে উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদে গত শনিবার (২৫ অক্টোবর)। এ ঘটনায় ছাত্রদল নেতা জাহিদ মন্ডল, তার সহযোগী মেহেদী হাসান রাব্বি (২৫) এবং অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় অভিযোগ করা হয়েছে। বাদী হয়েছেন ইউনিয়ন পরিষদের পাহারাদার গ্রাম পুলিশ কিরণ মিয়া।

সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় পাহারার দায়িত্বে থাকা কিরণ মিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাহিদ ও রাব্বিকে চালের বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। জিজ্ঞাসা করলে তারা জানান, চালগুলো তাদের কেনা এবং রিকশাচালক সেগুলো নামিয়ে রেখে গেছে। পরে তারা চালগুলো নিয়ে চলে যান।

পরদিন ইউপি সচিব মজিবুর রহমান গুদাম পরিদর্শনে গিয়ে দেখেন, বিডাব্লিউবি প্রকল্পের ৫০ কেজি ওজনের ১৩ বস্তা এবং ৩০ কেজির ১ বস্তা চালসহ ৪টি সেলাই মেশিন নেই।

ঘটনার পর শনিবার রাতে থানায় অভিযোগ করা হলে অভিযুক্তরা তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে ১৪ বস্তা চাল ফেরত দেন বলে জানান ইউপি সচিব মজিবুর রহমান। তিনি আরও বলেন, “সম্ভবত বিকল্প চাবি ব্যবহার করে তারা গুদামের তালা খুলে চালগুলো চুরি করে। তবে এখনো সেলাই মেশিনগুলো উদ্ধার হয়নি।”

এ ঘটনায় থানায় তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট