1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি সাইফুল ইসলাম, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় অভিযুক্তের বাড়ি তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত) ৩৬ (১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম বলেন,

“ইয়াবাসহ গ্রেপ্তার সাইফুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট