1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

অবশেষে গ্রেপ্তার আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হয়েছেন আলোচিত বাংলাদেশি দম্পতি বৃষ্টি ও আজিম।

রবিবার (১৯ অক্টোবর) রাতে বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সিআইডি জানায়, এ দম্পতি দীর্ঘদিন ধরে বিদেশি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোডের মাধ্যমে তারা বিপুল অর্থ উপার্জন করছিলেন।

🌐 আন্তর্জাতিক ওয়েবসাইটে শীর্ষে ‘বাংলাদেশি দম্পতি’

সম্প্রতি আন্তর্জাতিক ম্যাগাজিন ‘দ্য ডিসেন্ট’ তাদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, নারী পারফর্মারটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে সক্রিয় এবং গ্লোবাল পারফর্মার র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে রয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের মে থেকে তিনি ১১২টির বেশি ভিডিও প্রকাশ করেছেন, যা দেখা হয়েছে ২৬৭ মিলিয়নেরও বেশি বার। ওই কনটেন্টগুলোর বেশিরভাগই ধারণ করা হয় চট্টগ্রাম শহর ও উপকূলীয় এলাকায়।

💰 লাখ টাকার আয়, তরুণদের প্রলোভন

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, দম্পতিটি টেলিগ্রাম চ্যানেল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন তরুণদের ‘ভিডিও তৈরি করে অর্থ উপার্জনের’ প্রলোভন দিচ্ছিল।
তাদের টেলিগ্রাম চ্যানেলের সদস্য সংখ্যা দুই হাজারের বেশি। নিয়মিত পোস্টে তারা দাবি করতেন, “একটি ভিডিও থেকে লাখ টাকার ইনকাম সম্ভব।”

২০২৪ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ওই নারী প্রায় ১৫ হাজার ৭০৩ ডলার (প্রায় ২০ লাখ টাকা) আয় করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

⚖️ আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ বা প্রচার—সবই ফৌজদারি অপরাধ।
এই অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

তবে দম্পতিটি প্রকাশ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছিল এবং ইনস্টাগ্রাম বায়োতে নিজেদের পরিচয় দিত “Porn Creator / Bangladesh’s No.1 Model” হিসেবে।

🚨 সাইবার ইউনিটের চ্যালেঞ্জ

দ্য ডিসেন্ট জানিয়েছে, দম্পতিটি ভিডিও আপলোডের সময় ভিপিএন ব্যবহার করায় তাদের অবস্থান ট্র্যাক করা কঠিন হয়ে পড়েছিল।
একজন সাইবার বিশেষজ্ঞ বলেছেন, “কনটেন্টে স্থানীয় উচ্চারণ, স্থাপনা ও বস্তু দেখে নিশ্চিত হওয়া যায়—সবকিছুই বাংলাদেশের ভেতর থেকে হচ্ছে।”

⚠️ সমাজে বিপজ্জনক প্রভাব

প্রতিবেদনটি সতর্ক করে বলেছে—বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার সুযোগ নিয়ে এই ধরনের অনলাইন কনটেন্ট তৈরির প্রবণতা ভবিষ্যতে বড় সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে।
তরুণদের একাংশ ইতিমধ্যেই দ্রুত খ্যাতি ও অর্থের লোভে ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছে।

সূত্র: সিআইডি, দ্য ডিসেন্ট, স্থানীয় সংবাদদাতা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট