1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত সহ আওয়ামী লীগ এর ৯ নেতা গ্রেপ্তার

হিমেল আহাম্মেদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

নোয়াখালী প্রতিনিধি-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন (৫৮)-কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। তিনি বলেন, “ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত গ্রেপ্তারের বিষয়ে একটি মাধ্যমে শুনেছি। তবে কবে, কোথা থেকে এবং কোন সংস্থা তাকে গ্রেপ্তার করেছে—তা এখনো নিশ্চিতভাবে জানি না।”

সূত্রে জানা গেছে, এর পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকেও রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় ব্যাপক সমালোচিত হন শাহাদাত হোসেন। পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তিনি আবারও আলোচনায় আসেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট