1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

ঢাকায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতা, অবাক এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ঢাকার মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম ওরফে রাব্বি (২৮)-কে সেনাসদস্যরা আটক করেছে। তার সঙ্গে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হতবাক হয়েছেন তার প্রতিবেশী ও এলাকাবাসী।

🟢 ঘটনা কীভাবে ঘটল

গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুরের ‘সেফ হাসপাতাল’-এ একটি মৃত শিশু জন্ম নেওয়াকে কেন্দ্র করে সমন্বয়ক পরিচয়ে সাইফুলসহ কয়েকজন হাজির হন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় হাসপাতালের মালিকের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি সেনাসদস্যদের জানানো হলে, তারা এসে পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

🗣️ এলাকাবাসীর প্রতিক্রিয়া

স্থানীয় বাসিন্দারা বলছেন,

“সাইফুল ছোটবেলায় সহজ-সরল ছেলে ছিল। তাকে খারাপ হিসেবে জানতাম না। কিন্তু ঢাকায় গিয়ে সঙ্গদোষে খারাপ হয়েছে।”

“সে গার্মেন্টসে কাজ করত, সংসারে টাকা পাঠাত। এখন শুনছি চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে—এটা আমাদের কাছে অবিশ্বাস্য।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট