1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিক্ষিকার গায়ে আগুন দিলো তার ‘প্রেমে পড়া’ ছাত্র!

সংগৃহিত
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

শিক্ষিকার গায়ে আগুন দিলো তার ‘প্রেমে পড়া’ ছাত্র!

শিক্ষিকার গায়ে আগুন লাগিয়ে তাকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে এক কিশোর। ওই শিক্ষিকার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল সে। এরপর অভিযোগ দায়ের করা হলে তাকে শাস্তিও পেতে হয়। সেই আক্রোশ থেকেই এই ভয়াবহ কাণ্ড ঘটায় বছর ১৮ বছরের সূর্যাংশ।
শিক্ষিকার গায়ে আগুন লাগিয়ে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার কিশোর। ছবি: সংগৃহীত
শিক্ষিকার গায়ে আগুন লাগিয়ে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার কিশোর।
সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। অভিযুক্ত সূর্যাংশ এবং ওই শিক্ষিকার পরিচয় ছিল দুই বছরেরও বেশি সময় ধরে। একতরফা আকর্ষণ তৈরি হয়েছিল ছাত্রের মনে। কয়েক বছর আগে ওই স্কুল থেকে বহিষ্কৃত হয় সূর্যাংশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষিকার সাজপোশাক নিয়ে সূর্যাংশ একটি আপত্তিকর মন্তব্য করে। সেই ঘটনায় অভিযোগ করেন শিক্ষিকা। এরপরই ক্ষুব্ধ হয় অভিযুক্ত এবং প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে।

জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টা নাগাদ অভিযুক্ত পেট্রল ভর্তি বোতল নিয়ে শিক্ষিকার বাড়িতে যায়। সেখানে কথাবার্তার মাঝেই তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। শিক্ষিকার পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, নির্যাতিতার শরীরের ১০-১৫ শতাংশ পুড়ে গেছে। গুরুতর হলেও প্রাণসংকট নেই। বর্তমানে তার চিকিৎসা চলছে।

পুলিশের এসডিওপি মনোজ গুপ্তা জানিয়েছেন, ‘এটি একতরফা আকর্ষণ এবং ব্যক্তিগত প্রতিহিংসার ঘটনা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষিকা শাড়ি পরে আসায় অভিযুক্ত আপত্তিজনক মন্তব্য করেছিল। শিক্ষিকা অভিযোগ জানান। সেই রাগ থেকেই সে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।’

অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ভুক্তভোগী শিক্ষিকার পূর্ণ বিবৃতি রেকর্ড করার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দ্য ওয়াল

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট