চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতা গ্রেপ্তার এবং বহিস্কার
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বহিষ্কৃতরা হলেন টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী ও ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া।
শনিবার রাতে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, ‘কিলার গ্যাং’ নামে পরিচিত একটি গোষ্ঠীর নামে টাঙ্গাইল পৌর এলাকার এক মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চিঠির মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চিঠিতে লেখা ছিল, “চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সঙ্গে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করব… দাবি করা টাকা তোর কাছে কিছুই না। তাই অগাস্টের ৩ তারিখ রোববার সন্ধ্যা ৭টায় কাগমারী এলাকায় নির্ধারিত স্থানে পৌঁছে দিবি।”
এ ঘটনায় শুক্রবার রাতভর টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষে অভিযান চালিয়ে বিএনপির ওই তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুজন হলেন- আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।
পুলিশ জানিয়েছে, চাঁদা দাবির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।