মাইলস্টোনে বিমান বিধ্বস্তে
আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকা সহায়তা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকার প্রাথমিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে তাঁর ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
ডা. শফিকুর রহমান লেখেন, “উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।”
তিনি দেশের চিকিৎসকদের উদ্দেশ্যে আহ্বান জানান, এই দুঃসময়ে মানবিক বিবেচনায় সবাই যেন আহতদের পাশে দাঁড়ান। একইসাথে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, “আল্লাহ তায়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।”
গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফ-সেভেন বিজিআই বিধ্বস্ত হয়। দোতলা ভবনের নিচতলায় সরাসরি আঘাত হানলে যুদ্ধবিমানের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। মুহূর্তেই ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য দ্রুত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ভবন ত্যাগ করতে শুরু করেন।
বিধ্বস্তের পরপরই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনী। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী।