1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

নোয়াখালী কোম্পানীগঞ্জে প্রবাসীর মেয়েকে অপহরণের অভিযোগ,চাইল্ড কেয়ার স্কুল & কলেজের ৩ শিক্ষকের বিরুদ্ধে।

মোহাম্মদ আলাউদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর মেয়েকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাখাওয়াত হোসেন (৪১), পিতা- আবু বকর ছিদ্দিক, কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ২০২৫, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন—
১. আরমান হোসেন হৃদয় (২৬), পিতা- ওবায়দুল হক
শিক্ষক চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজ বসুরহাট।
২. শাফায়েত (২৫), পিতা- মাঈন উদ্দিন
শিক্ষক চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজ বসুরহাট।
৩. মারুফ (২৫), পিতা- অজ্ঞাত
এছাড়াও অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, প্রবাসী শাখাওয়াত হোসেনের মেয়ে সামিরা সুলতানা (১৬) সম্প্রতি এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অভিযুক্ত আরমান হোসেন হৃদয় দীর্ঘদিন ধরে তার প্রাইভেট টিউটর ছিলেন। অভিযোগকারী জানান, সম্প্রতি টিউটর সামিরার প্রতি অশোভন আচরণ করতে শুরু করলে তার স্ত্রী সালমা আক্তার বিষয়টি বুঝতে পেরে তাকে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় তার সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে অপহরণের চেষ্টা চালায়।
ঘটনার দিন সন্ধ্যায় একটি সিএনজি নিয়ে অভিযুক্তরা বাড়ির দরজায় আসে। অভিযোগ অনুযায়ী, হৃদয় বসত ঘরে ঢুকে সামিরাকে ডেকে নিয়ে আসে এবং মুখ চেপে ধরে টেনে-হিঁচড়ে দরজার বাইরে নিয়ে যায়। এরপর শাফায়েত ও মারুফের সহযোগিতায় জোরপূর্বক সামিরাকে সিএনজিতে তুলে দ্রুত উত্তর দিকে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও এখনো সামিরার কোনো সন্ধান পাননি।

এ বিষয়ে শাখাওয়াত হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে পরে থানায় অভিযোগ দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট