1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ বন্ধ করল মেটা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ডিজিটাল ডেস্ক :

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শুক্রবার রাত থেকে তার প্রায় ২২ লাখ অনুসারীর পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় বাংলাদেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক—প্রথম আলো ও ডেইলি স্টার—এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। এসব পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এরপরই শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি অদৃশ্য হয়ে যায়।

এ বিষয়ে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একইভাবে ইলিয়াস হোসেনের পক্ষ থেকেও পেজ বন্ধ হওয়া নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ইস্যুতে সক্রিয় অবস্থানের জন্য পরিচিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট